Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

১। লক্ষ্য

  • সীমিত ভূমি ও মৃত্তিকা সম্পদের যুক্তিযুক্ত ও লাভজনক ব্যবহার নিশ্চিতকরণ এবং মৃত্তিকা পরিবেশ সুরক্ষা।

২। উদ্দেশ্যঃ

  • ভূমি ও মৃত্তিকা সম্পদের ইনভেন্টরি তৈরী।
  • ভূমি ও মৃত্তিকা সম্পদের সক্ষমতা ভিত্তিক শ্রেণিবিন্যাসকরণ।
  • ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের জন্য নির্দেশিকা প্রণয়ন।
  • সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা।
  • শস্য উৎপাদন বৃদ্ধির জন্য টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা।

 

৩। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর  কার্যাবলী

ভূমি ও মৃত্তিকা সম্পদের বৈশিষ্ট্যায়ন

  • জরিপের জন্য আকাশচিত্র, স্যাটেলাইট ইমেজারী এবং টপোগ্রাফিক মানচিত্র বিশ্লেষণ।
  • আধা-বিস্তারিত মৃত্তিকা জরিপের মাধ্যমে উপজেলা ভিত্তিক ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা প্রণয়ন ও হালনাগাদকরণ।
  • ইউনিয়ন ভিত্তিক ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা প্রণয়ন।
  • সরকারী ও বেসরকারী কৃষি খামারের বিস্তারিত মৃত্তিকা জরিপ করে মানচিত্রসহ প্রতিবেদন প্রণয়ন।
  • সেচ এলাকা এবং শস্য উপযোগিতা মূল্যায়নের জন্য মৃত্তিকা জরিপ।
  • জরিপের মাধ্যমে সমস্যাক্লিষ্ট মাটি (যথা-লবণাক্ত মাটি, পিট মাটি,অম্ল মাটি) ব্যবস্থাপনা, মাটির অবক্ষয় ও লবণাক্ত মৃত্তিকা এলাকা চিহ্নিতকরণ।
  • মৃত্তিকা ঊর্বরতা ও ভূমি ব্যবহার পরিবীক্ষণ।

 

কৃষক সেবা

  • টেকসই মৃত্তিকা ও ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মধ্যে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বিতরণ।
  • অনলাইন (www.frs-bd.com) এবং অফলাইনের মাধ্যমে স্থান ভিত্তিক মাটির উর্বরতা মান অনুসারে কৃষককে তাৎক্ষণিকভাবে সার সুপারিশ কার্ড প্রদান।
  • মৃত্তিকা বিষয়ক যে কোন প্রকার পরামর্শ প্রদান।

প্রশিক্ষণ সেবা

  • কৃষির সাথে সম্পর্কিত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদেরকে ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
  • মাটির নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ প্রদান।
  • মাটির উর্বরতা সংরক্ষণে সবুজ সার, জৈব সার, কেঁচো সার, কম্পোষ্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

 প্রযুক্তি হস্তান্তর

  • মৃত্তিকা পরীক্ষা ভিত্তিক সুষম সার ব্যবহার প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে গবেষণা প্লট/ব্লক প্রদর্শনী।
  • প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে ডকুমেন্টরী ফিল্ম, ফেস্টুন, লিফলেট, পুস্তিকা ও পোস্টার বিতরণ।

 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রদত্ত সেবাসমূহ

ক্রমিক নম্বর

দায়িত্বাবলী

সেবা গ্রহণকারী

প্রার্থীত সেবা পাওয়ারসর্বোচ্চ সময়সীমা

মন্তব্য

 

উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা ও ইউনিয়ন সহায়িকা সরবরাহ এবং পরামর্শমূলক সেবা প্রদান।

সম্প্রসারণ কর্মী/প্রগতিশীল কৃষক/ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর/ এনজিও/ গবেষক/ শিক্ষাবিদ/ছাত্র।

প্রাপ্যতা সাপেক্ষে চাহিদা প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে।

সংগঠন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বর্হিভূত (যান্ত্রিক ত্রুটি ও দুর্যোগজনিত) কারনে সেবা প্রদান বিঘ্নিত হলে উক্ত সময় নির্ধারিত সময় হতে গণনায় বাদ যাবে)

 

 

 

 

 

 

 

 

 

 

 

মৃত্তিকা জরিপ-লব্ধ তথ্য-উপাত্ত এবং মৃত্তিকা ও ভূমি ব্যবহার সম্পর্কিত বিভিন্ন মানচিত্র সরবরাহ।

কৃষি মন্ত্রণালয়/কৃষি সম্প্রসারণ অধিদপ্তর/ সরকারী-বেসরকারী কৃষি খামার/ গবেষণা প্রতিষ্ঠান/ গবেষক/ শিক্ষাবিদ/ পরিকল্পনাবিদ/প্রগতিশীল কৃষক।

ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ৩ দিন থেকে ১০ দিন।

 

মৃত্তিকা উর্বরতা বিষয়ক তথ্য সরবরাহ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর/ গবেষণা প্রতিষ্ঠান/ এনজিও/ গবেষক/ সম্প্রসারণ কর্মী।

চাহিদা প্রাপ্তির পর ২ দিন।

উপজেলা নির্দেশিকার তথ্যের ভিত্তিতে ফসলের সার সুপারিশ প্রদান।

কৃষক, কৃষিকর্মী ও খামার মালিক।

 

চাহিদা প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে।

ভূমি ও মৃত্তিকা ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য-উপাত্ত সরবরাহ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর/ গবেষণা প্রতিষ্ঠান/ এনজিও/ গবেষক/ সম্প্রসারণ কর্মী/ ছাত্র।

 

প্রাপ্যতা সাপেক্ষে ১০ কার্যদিবস।

সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে মৃত্তিকা জরিপ

সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান

চাহিদা প্রাপ্তির পর ২ মাস (জরিপের জন্য অনুকুল পরিবেশ সাপেক্ষে)

পানির ও মৃত্তিকা  লবণাক্ততা পরিবীক্ষণ রিপোর্ট সরবরাহ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর/ গবেষণা প্রতিষ্ঠান/ এনজিও/ গবেষক/ সম্প্রসারণ কর্মী/ ছাত্র।

চাহিদা প্রাপ্তির পর ১-২০ কার্যদিবস

প্রকাশিত আইটেম যেমন-ইউনিয়ন  সুপারিশ সার ফেস্টুন, লিফলেট, পোস্টার, ডকুমেন্টরি, বুকলেট ইত্যাদি সরবরাহ।

সম্প্রসারণ কর্মী/ কৃষক।

 

প্রাপ্যতা সাপেক্ষে তাৎক্ষনিকভাবে

সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা।

কৃষক, কৃষিকর্মী ও খামার মালিক।

আলোচনা সাপেক্ষে।

১০

কৃষক মাঠদিবস/ গবেষণা প্লট/ ব্লক প্রদর্শনী।

কৃষক, কৃষিকর্মী ও খামার মালিক।

অর্থের সংশ্লেষণ সাপেক্ষে।

১১

প্রশিক্ষণ কার্যক্রম:

(ক) বিভিন্ন মেয়াদে সম্প্রসারণ কর্মী ও কৃষক প্রশিক্ষণ।

(খ) কৃষি উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান।

 

সম্প্রসারণ কর্মী ও কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর/ এনএআরএস প্রতিষ্ঠান/ এনজিও।

 

 

চাহিদা মাফিক ও অর্থের সংশ্লেষণ সাপেক্ষে।

 

১২

কৃষক সেবা:

অনলাইন(www.frs-bd.com) এবং অফলাইনের এর মাধ্যমে সার সুপারিশ ।

 

কৃষক / কৃষিকর্মী / খামার মালিক।

 

অনুরোধ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রকাশনা সমূহ

 ক্রমিক নম্বর

রাজস্ব প্রাপ্তির উৎস (আইটেম)

প্রতিটি কপি নির্ধারিত হার (টাকা)

উপজেলা নির্দেশিকা (সরকারী ও আধা সরকারী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য)

১৫০

উপজেলা নির্দেশিকা (বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য)

২৫০

উপজেলা নির্দেশিকা (সংশিষ্ট জেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এর সংশিষ্ট জেলার কৃষি কর্মকর্তা/ অতিরিক্ত কৃষি কর্মকর্তা/এসএএও)

বিনা মূল্যে

বছরে ২০০ (দুইশত) কপি

উপজেলা নির্দেশিকা

বিনা মূল্যে

বছরে ৩০০ (তিনশত) কপি

ইউনিয়ন সহায়িকা

বিনা মূল্যে (প্রাপ্যতা সাপেক্ষে)

সার সুপারিশ ফেস্টুন

বিনা মূল্যে (প্রাপ্যতা সাপেক্ষে)

লিফলেট, পুস্তিকা ও পোস্টার

বিনা মূল্যে (প্রাপ্যতা সাপেক্ষে)

সেবা প্রদানের সহিত সম্পৃক্ত কর্মকর্তাগণ

তথ্য অধিকার আইন ২০০৯ এর ১০ ধারা মোতাবেক

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম

বিকল্প দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম

  আপীল কর্তৃপক্ষের নাম

অমরেন্দ্রনাথ বিশ্বাস

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

ফোন:০৪২১-৭৬২৪৬৭

শামসুন নাহার রত্না

বৈজ্ঞানিক কর্মকর্তা

ফোন: ০৪১-৭৬০৪৫২

শচীন্দ্র নাথ বিশ্বাস

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

ফোন: ০৪১-৭৬০৪৪২

 

অভিযোগের প্রতিকার ও সময় সীমা

উপকারভোগী ব্যক্তি/সংস্থার অভিযোগের প্রতিকারে দ্রূত ব্যবস্থা গ্রহণ করা হয়। সকল অভিযোগের প্রাপ্তি স্বীকার করে ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অফিসের সাথে আলোচনা করে অভিযোগের নিষ্পত্তি করা হয়।