আকাশচিত্র বিশ্লেষণ, মাঠ থেকে মৃত্তিকা নমুনা, তথ্যাদি সংগ্রহ এবং গবেষণাগারে নমুনার রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে ইতোমধ্যে খুলনা জেলার সবক’টি “উপজেলার ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা” প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ৫টি (ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, রুপসা, তেরখাদা) উপজেলায় পুণরায় জরিপের মাধ্যমে “উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা” নবায়ন সম্পন্ন করা হয়েছে। এছাড়া, জেলার প্রায় প্রতিটি নদীর মাসওয়ারি লবণাক্ততার পরিবীক্ষণ তথ্য উপাত্ত রয়েছে। সাতক্ষীরার তালা ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের ‘ইউনিয়ন সহায়িকা’ প্রকাশ করা হয়েছে। বিত ২০১৭-১৮ অর্থবছরে ভ্রাম্যমান মাটি পরীক্ষাগারের মাধ্যমে ৩০০জন কৃষককে মাটি পরীক্ষাপূর্বক সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তায় প্রায় ১৫০০ কৃষককে বিভিন্ন ফসলের জন্য সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS